ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ক্রীড়া প্রতিবেদক

ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
ছবি : ইন্টারনেট

ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল রোববার মাঠে নামবে বাংলাদেশ। দিল্লিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান না থাকায় মাহমুদউল্লাহ রিয়াদ এই সফরে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করবেন।

universel cardiac hospital

ব্যক্তিগত কারণে এই সফরে যাননি ওপেনার তামিম ইকবাল। অধিনায়ক সাকিব আল হাসান যাননি আইসিসি কর্তৃক নিষিদ্ধ হওয়ার কারণে। ইনজুরির কারণে যেতে পারেননি পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। সেই কারণে টিম ম্যানজেমেন্ট একাদশ সাজাতে জটিল হিসাবের সম্মখীন হতে হচ্ছে।

গত মাসে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওয়ানডে সিরিজে ব্যাক-টু-ব্যাক হাফ সেঞ্চুরি করেন মোহাম্মদ নাঈম। শোনা যাচ্ছে, ভারত রোববার অভিষেক হতে পারে নাঈমের। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন পেসার আল-আমিন হোসেন ও স্পিনার আরাফাত সানি।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য)

লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম/মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, আরাফাত সানি, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, আবু হায়দার রনি/তাইজুল ইসলাম।

ভারত একাদশ (সম্ভাব্য)

রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, সঞ্জু স্যামসন/লোকেশ রাহুল, শ্রেয়াস আয়ার, রিশাব পান্ত (উইকেটরক্ষক), শিবম দুবে, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল/রাহুল চাহার, দীপক চাহার, শারদুল ঠাকুর/খলিল আহমেদ।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে