রোববার বাংলাদেশ দলকে নিজেদের মানসিক বিধ্বস্ত অবস্থা কাটিয়ে ওঠার সঙ্গে সঙ্গে মোকাবেলা করতে হয়েছে দিল্লির মারাত্মক দূষিত পরিবেশকেও। অরুণ জেটলি স্টেডিয়ামে নিছকই একটা ক্রিকেট ম্যাচ ছিল না। তবে সব কিছু জয় করে মাঠে নামার পর বিজয়ীর মুকুট পরলো বাংলাদেশই। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিও তাই ম্যাচ শেষে প্রশংসা করলেন বাংলাদেশের।
দিল্লির কঠিন পরিস্থিতিতে নিঃসন্দেহে রীতিমতো উদ্বেগে ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই)। রোববার ম্যাচ শেষ হতেই তাই চলে এল নতুন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির টুইট। যেখানে সৌরভ লিখলেন, ‘কঠিন পরিস্থিতির মধ্যে এই ম্যাচটা খেলার জন্য দুই দলকেই ধন্যবাদ। একইসঙ্গে বাংলাদেশ, খুবই ভাল খেলেছ।’
ভারত সফরে আসার আগেই তীব্র ডামাডোলের মধ্যে পড়েছিল বাংলাদেশ ক্রিকেট। আইসিসির শাস্তির মুখে পড়ে নিষিদ্ধ সাকিব আল হাসান। খেলতে যাননি তামিম ইকবালও। ইনজুরির কারণে নেই সাইফউদ্দিন। তবুও ভারতকে নিজেদের সামনে দাঁড়াতে দিলো না মাহমুদউল্লাহ রিয়াদের দল।
দিল্লির বায়ুদূষণকে উপেক্ষা করেও রোববার অরুন জেটলি স্টেডিয়ামের (সাবেক ফিরোজ শাহ কোটলা) গ্যালারি ছিল দর্শকে ঠাসা। কিন্তু তারাও ফিরলেন এক রাশ হতাশা নিয়ে। ভারত অধিনায়ক রোহিত শর্মা হারের জন্য যে কারণে দায়ী করছেন অনভিজ্ঞতা আর ফিল্ডিং ব্যর্থতাকে।
তিনি বলেছেন, ‘এই রানেও ম্যাচ জেতা উচিত ছিল; কিন্তু ফিল্ডিংয়ের সময় আমরা যে ভুল করলাম, তার খেসারত দিতে হল।’
ভারতের ভারপ্রাপ্ত অধিনায়কের কথায়, ‘আমাদের দলটা একটু অনভিজ্ঞ। যেটা মাঠে ধরা পড়েছে। আশা করব, এই ভুল থেকে শিক্ষা নিতে পারবে দল।’
- আরও পড়ুন >> দ্বিতীয় ম্যাচেই হতে পারে সিরিজ জয়: মুশফিক
নিজেদের ভুলের কথা জানালেও বাংলাদেশের প্রশংসা করছেন রোহিত। তিনি বলেন, ‘বাংলাদেশের কৃতিত্বকে একটুও খাটো করলে চলবে না। আমাদের ব্যাটিংয়ের সময় শুরু থেকেই চাপ তৈরি করে গিয়েছিল তাদের বোলাররা।’
Thank u to both the teams to play this game @ImRo45 @BCBtigers under tuff conditions .. well done bangladesh ..45K11:12 PM – Nov 3, 2019Twitter Ads info and privacy3,162 people are talking about this