ট্রাভেল পারমিট পেতে আবেদন করেছে খোকার পরিবার

ডেস্ক রিপোর্ট

সাদেক হোসেন খোকা
সাদেক হোসেন খোকা। ফাইল ছবি

ট্রাভেল পারমিট পাওয়ার জন্য আবেদন করেছে সাদেক হোসেন খোকার পরিবার। সোমবার (৪ নভেম্বর) সকালে খোকার বড় ছেলে ইশরাক হোসেন নিউ ইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট থেকে আবেদনপত্র সংগ্রহ করে দুপুরের পরই তা জমা দেন।

ইশরাক হোসেন গণমাধ্যমকে বলেন, ‘সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে এমিরেটস-এর একটি এয়ারলাইন্সে করে বাবার মরদেহ বাংলাদেশে নিয়ে যাবো। সঙ্গে আমার মা যাবেন।’

দেশবাসীর কাছে বাবার জন্যে দোয়া চেয়ে ইশরাক আরো বলেন, ‘কনস্যুলেটের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।’

মঙ্গলবার রওনা দিলে বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে খোকার মরদেহ।

নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রধান মো. শামীম হোসেন বলেন, ‘সাদেক হোসেন খোকার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। আমরা ট্রাভেল পারমিটসহ উনার মরদেহ বাংলাদেশে নিয়ে যাওয়ার পুরো প্রক্রিয়াটি ভালোভাবে করে দেবো। ঢাকার স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এ নিয়ে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। সেইসঙ্গে আমাদের কনসাল জেনারেল পুরো বিষয়টি তদারক করছেন।’

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে