কৃষক লীগে সভাপতি পদে ১৩ ও সম্পাদক পদে ১১ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

কৃষক লীগে সভাপতি পদে ১৩ ও সম্পাদক পদে ১১ প্রার্থী

আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের দশম সম্মেলনে সভাপতি হওয়ার দৌড়ে রয়েছেন ১৩ জন। আর সাধারণ সম্পাদক পদে আগ্রহী ১১ জন। তাদেরকে সমঝোতার জন্য আধা ঘণ্টা সময় দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বুধবার সকাল থেকে শুরু হয়েছে কৃষক লীগের দশম সম্মেলন। উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

universel cardiac hospital

বিকালে সম্মেলনস্থলে উপস্থিত হয়ে ওবায়দুল কাদের নেতৃত্বে আগ্রহী নেতাদের সমঝোতা করার আহ্বান জানান। তবে কারা কারা সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী তা জানা যায়নি।

এর আগে বেলা সোয়া ১১টায় পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলনে আসা নেতাকর্মীরা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে সোনার বাংলা গড়তে যে নেতা কাজ করবেন, আগামী দিনে তারা তেমন নেতৃত্ব চান। যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কাজে সম্পৃক্ত হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এমন নেতৃত্ব প্রত্যাশা করেন তারা।

১৯৭২ সালের ১৯ এপ্রিল দেশের অর্থনৈতিক মুক্তির কার্যক্রমে কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষক লীগ প্রতিষ্ঠা করেন। এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন ১৫ আগস্টে শহীদ কৃষক নেতা আবদুর রব সেরনিয়াবাত

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে