বঙ্গমাতা ভলিবলে অংশ নিতে ঢাকায় মালদ্বীপের মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক

ঢাকায় মালদ্বীপের মেয়েরা

আগামী শনিবার ঢাকায় শুরু হচ্ছে বঙ্গমাতা এশিয়ান সিনিয়র সেন্ট্রাল জোন নারী ভলিবল চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশসহ ৬টি দেশ অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। টুর্নামেন্টে অংশ নিতে মালদ্বীপের মেয়েরা আজ বুধবার ঢাকায় এসেছেন।

পাঁচ অতিথি দল হচ্ছে- মালদ্বীপ, আফগানিস্তান, কিরগিজস্তান ও নেপাল। এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে অনেকদিন পর আন্তর্জাতিক ভলিবলে খেলতে নামছে বাংলাদেশের মেয়েরা।

universel cardiac hospital

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শনিবার উদ্বোধনী ম্যাচে অংশ নেবে কিরগিজস্তান ও মালদ্বীপ। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে খেলবে আফগানিস্তান ও বাংলাদেশ।

বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ রোববার কিরগিজস্তানের বিরুদ্ধে, তৃতীয় ম্যাচ সোমবার মালদ্বীপের বিরুদ্ধে এবং লিগের শেষ ম্যাচ ১৩ নভেম্বর নেপালের বিরুদ্ধে।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে সবাই সবার সঙ্গে খেলবে। শীর্ষ দুই দল ১৪ নভেম্বর ফাইনালে মুখোমুখি হবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে