পাকিস্তান গোপনীয় রাসায়নিক হামলা চালিয়ে নয়াদিল্লিতে নজিরবিহীন দূষণ ছড়িয়েছে বলে দাবি করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতা ভিনিত আগারওয়াল সার্দা ।
তার এই তত্ত্ব গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করা উচিত বলেও মনে করেন তিনি।
মিরাটের বিজেপি নেতা ভিনিত আগারওয়াল সার্দা বলেন, আমাদের ভয়ে আতঙ্কিত এমন একটি প্রতিবেশী দেশ বিষাক্ত গ্যাস নয়াদিল্লির বাতাসে ছেড়ে দিতে পারে বলে আশঙ্কা রয়েছে।
চীন-পাকিস্তানকে সন্দেহের তালিকায় রেখে তিনি বলেন, ভারতকে অবশ্যই এ ব্যাপারটি গুরুত্বের সঙ্গে দেখতে হবে যে নয়াদিল্লির বাতাসে ইসলামাবাদ বিষাক্ত গ্যাস নিক্ষেপ করেছে কিনা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিতে পাকিস্তান আতঙ্কিত বলেও মন্তব্য করেন তিনি।
এছাড়া এই দূষণের জন্য যেসব সরকারি কর্মকর্তা কারখানা ও কৃষিকে দায়ী করছেন, তাদেরও সমালোচনা করেন এই কট্টর হিন্দুত্ববাদী নেতা।
তিনি বলেন, কৃষকরা আমাদের দেশের মেরুদণ্ড। কৃষি ও কারখানাকে কখনোই দায়ী করা উচিত হবে না।
চলতি সপ্তাহে স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন সবাইকে দূষণজনিত রোগ থেকে রক্ষা পেতে ভিটামিনসমৃদ্ধ গাজর খেতে পরামর্শ দেন।