লেবাননে বাংলাদেশি নারী শ্রমিকের মৃত্যু

প্রবাস ডেস্ক

লেবাননে বাংলাদেশি নারী শ্রমিকের মৃত্যু
ছবি : সংগৃহিত

লেবাননে এক বাংলাদেশি নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম দেলোয়ারা বেগম। মঙ্গলবার স্হানীয় সময় ভোর ৫টায় লেবাননের আলজিয়া নামক স্হানে তার মৃত্যু হয়।

দেলোয়ারা বেগমের বাড়ি নারায়ণগঞ্জ জেলার বালিয়াপাড়ায়। তার মায়ের নাম নূর জাহান বেগম। স্বামীর নাম আবেদীন ভূ্ঁইয়া।

universel cardiac hospital

জানা যায়, দেলোয়ারা বেগম প্রায় সাত বছর পূর্বে গৃহকর্মীর ভিসায় লেবাননে যান। প্রতিদিনের মতো  কাজ থেকে বাসায় ফিরে শারীরিকভাবে অসুস্থ হয়ে  মাটিতে লুটিয়ে পড়েন। মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কর্তব্যরত চিকিৎসক জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। বর্তমানে তার মৃতদেহ আলজিয়া হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে ।

পরিবারের পক্ষ থেকে তার  লাশ দ্রুত দেশে পাঠানোর জন্য দূতাবাসের প্রতি আবেদন জানানো হয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে