চলে গেলেন ভারতীয় কবি নবনীতা দেবসেন

ডেস্ক রিপোর্ট

নবনীতা দেবসেন
নবনীতা দেবসেন।ছবি: উইকিপিডিয়া থেকে

৮১ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন ভারতের বিশিষ্ট কবি, সাহিত্যিক, লেখক ও প্রাবন্ধিক নবনীতা দেবসেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

ভারতীয় জনপ্রিয় বাংলা পত্রিকা আনন্দবাজার জানায়, দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন নবনীতা। তার মাঝেও নিয়মিত লেখালেখি করে গেছেন তিনি। আগামীকাল শুক্রবার হবে তার শেষকৃত্য।

universel cardiac hospital

পদ্মশ্রী, সাহিত্য অ্যাকাডেমিসহ অসংখ্য পুরস্কারজয়ী নবনীতার জন্ম কলকাতায়। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে তার বিয়ে হয় ১৯৫৯ সালে।

নরেন দেব ও রাধারাণী দেবীর কন্যা নবনীতা দেব সেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্যের অধ্যাপক ছিলেন। তাঁর দুই কন্যা বর্তমান – অন্তরা দেব সেন ও নন্দনা সেন। তাঁর রচনা অনূদিত হয়েছে পৃথিবীর একাধিক ভাষায়। ১৯৫৯ তাঁর প্রথম বই ‘প্রথম প্রত্যয়’ প্রকাশিত হয়। নটী নবনিতা-র জন্য ১৯৯৯ সালে তাঁকে সাহিত্য অ্যাকাডেমি সম্মানে ভূষিত করে ভারত সরকার।

তিনি ২০০০ সালে পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছিলেন। তাঁর বিখ্যাত রচনাগুলির মধ্যে ভালোবাসার বারান্দা ও ট্র্যাকবাহনে ম্যাকমোহনে উল্লেখযোগ্য ।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে