১৪ নভেম্বর পর্যন্ত চলবে সংসদের পঞ্চম অধিবেশন

মত ও পথ প্রতিবেদক

জাতীয় সংসদ অধিবেশন
ফাইল ছবি

শুরু হয়েছে চলমান একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন। আজ বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টায় অধিবেশন শুরু হয়। অধিবেশন চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। সাপ্তাহিক ছুটি ও একদিন সরকারি ছুটি বাদ দিয়ে এ সংসদের কার্যদিবস হবে মাত্র পাঁচদিন।

সংসদ অধিবেশন শুরুর আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হয়। সেই বৈঠকে নির্ধারণ হয় এ অধিবেশনের কার্যদিবস।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। সংসদ শুরুর আগ থেকেই এমপিরা সংসদে আসতে শুরু করেন।

এর আগে মাত্র চার কার্যদিবস চলার পর ১২ সেপ্টেম্বর চতুর্থ অধিবেশন শেষ হয়। একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

সংসদের আইন শাখা জানায়, এ অধিবেশনে পাঁচটি বিল নিয়ে কাজ হতে পারে। বিলগুলো সংসদে উত্থাপনের জন্য সংসদীয় কমিটিতে পরীক্ষাধীন রয়েছে। এগুলো হলো-বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট বিল-২০১৯, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিল-২০১৯, কাস্টমস বিল-২০১৯, বাংলাদেশের পতাকাবাহী জাহাজ (সুরক্ষা) বিল-২০১৯ ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিল-২০১৯। এছাড়াও আরও নতুন বিল আসতে পারে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে