তালেবানের হামলায় আফগানিস্তানে চার বিচারপতি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালেবান হামলায় চার বিচারপতি নিহত

আফগানিস্তানে তালেবানের হামলায় চার বিচারপতি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় লোগার প্রদেশে এই হামলার ঘটনা ঘটে। তবে কোনো কোনো আন্তর্জাতিক গণমাধ্যমে তিন বিচারপতি ও একজন প্রশাসনিক কর্মকর্তা নিহত হওয়ার কথা বলা হয়েছে।

প্রাদেশিক কাউন্সিল সদস্য হাসিবুল্লাহ স্তানেকজাই ও মুহম্মদ কাসিম সিদ্দিকি এই তথ্য নিশ্চিত করেন।

খবরে বলা হয়, আফগানিস্তানের দক্ষিণ প্রদেশ পাকতিয়া থেকে ওই বিচারপতিরা একসঙ্গে কাবুলে ফিরছিলেন। লোগার প্রদেশের মুহম্মদ আঘা জেলায় আসার পর তালেবান সদস্যরা বিচারপতিদের গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়। গাড়িটিকে লক্ষ্য করে তারা মুহূর্মূহু গুলি ছুঁড়তে থাকে।

এতে গাড়িটি ঝাঁঝরা হলে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই চার বিচারক নিহত হন।

দেশটির সরকারের পক্ষ থেকে হামলার জন্য তালেবানকে দায়ী করা হলেও তালেবান এখনো হামলার দায় স্বীকার করেনি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে