মঈন উদ্দীন খান বাদলের মরদেহ ঢাকায়

মত ও পথ প্রতিবেদক

মঈন উদ্দীন খান বাদল
মঈন উদ্দীন খান বাদল। ফাইল ছবি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দীন খান বাদলের মরদেহ ঢাকায় পৌঁছেছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

বাদলের ছোট ভাই মনির উদ্দিন আহমদ খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, তার ভাইয়ের মরদেহ এখন ঢাকার আজাদ মসজিদে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তাকে গোসল দেয়া হবে। আগামীকাল শনিবার সকালে জাতীয় সংসদ প্লাজায় প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

আগামীকাল শনিবার বিকেল ৩টায় চট্টগ্রামে জমিয়াতুল ফালাহ্ জামে মসজিদ ময়দানে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

মনির উদ্দিন আহমদ খান বলেন, পরে বাদে আসর বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে ও বাদ মাগরিব সারোয়াতলী ইব্রাহীম নূর মোহাম্মদ উচ্চবিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় ভারতের বেঙ্গালুরুর নারায়ণ হৃদরোগ রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন মঈন উদ্দীন খান বাদল। 

তিনি তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে