বাংলাদেশের লক্ষ্য ১৭৫

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের লক্ষ্য ১৭৫

বিপ্লব ক্যাচ মিসে ব্যক্তিগত শূন্য রানে জীবন পেয়েছিলেন শ্রেয়াস আয়ার। সেই ব্যাটসম্যান ৩৩ বলে তিনটি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে করে গেছেন ৬২ রান। ৩৫ বলে ৬২ রান করেছেন লোকেশ রাহুল। আজ রোববার বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে এই ‍দুই ব্যাটসম্যানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৪ রান সংগ্রহ করেছে স্বাগতিক ভারত। যার ফলে জিততে হলে বাংলাদেশকে করতে হবে ১৭৫ রান।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটে জিতেছিল ভারত।

ইনিংসের শুরুতেই ‘ভয়ঙ্কর’ রোহিত শর্মাকে বিদায় করেছিলেন পেসার শফিউল ইসলাম। ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে বোল্ড হন রোহিত। ৬ বলে ২ রান করেন তিনি। গত ম্যাচে ৪৩ বলে ৮৫ রান করেছিলেন রোহিত।

রোহিতের পর আরেক ওপেনার শিখর ধাওয়ানকেও ফেরান শফিউল। ষষ্ঠ ওভারে শফিউলের বলে ছক্কা হাঁকাতে গিয়ে রিয়াদের হাতে ক্যাচ হন ধাওয়ান। ১৬ বলে ১৯ রান করেন তিনি।

এরপর ৫৯ রানের জুটি গড়েন লোকেশ রাহুল ও শ্রেয়াস আয়ার। ১৩তম ওভারে বোলিংয়ে এসে লিটনের হাতে ক্যাচ বানিয়ে রাহুলকে ফেরান আল-আমিন। ৩৫ বলে ৭টি চারের সাহায্যে ৫২ রান করেন রাহুল।

১৭তম ওভারে বোলিংয়ে এসে ওভারের প্রথম বলে রিশাব পান্তকে বোল্ড করেন সৌম্য। পঞ্চম বলে লিটনের হাতে ক্যাচ বানিয়ে শ্রেয়াস আয়ারকে ফেরান তিনি। ইনিংস শেষে ১৩ বলে ২২ রান করে অপরাজিত থাকেন মনিশ পান্ডে। ৮ বলে ৯ রান করে অপরাজিত থাকেন শিভম দুবে। বাংলাদেশের বোলারদের মধ্যে শফিউল ইসলাম ২টি, সৌম্য সরকার ২টি ও আল-আমিন হোসেন ১টি করে উইকেট নেন।

আজকের ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ইনজুরির কারণে ছিটকে গেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। একাদশে ঢুকেছেন মোহাম্মদ মিথুন। অন্যদিকে, ভারতও তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। ক্রুনাল পান্ডের পরিবর্তে সুযোগ পেয়েছেন মনিশ পান্ডে।

সংক্ষিপ্ত স্কোর

ভারত ইনিংস: ১৭৪/৫ (২০ ওভার)

(রোহিত শর্মা ২, শিখর ধাওয়ান ১৯, লোকেশ রাহুল ৫২, শ্রেয়াস আয়ার ৬২, রিশাব পান্ত ৬, মনিশ পান্ডে ২২, শিভব দুবে ৯; আল-আমিন হোসেন ১/২২, শফিউল ইসলাম ২/৩২, মোস্তাফিজুর রহমান ০/৪২, আমিনুল ইসলাম ০/২৯, সৌম্য সরকার ২/২৯, আফিফ হোসেন ০/২০)।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে