বঙ্গমাতা ভলিবলের ফাইনালে নেপাল

ক্রীড়া প্রতিবেদক

বঙ্গমাতা ভলিবলের ফাইনালে নেপাল
ছবি : সংগৃহিত

টানা তিন ম্যাচ জিতে বঙ্গমাতা আন্তর্জাতিক নারী ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে নেপাল।

আজ মঙ্গলবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে নেপাল নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশকে ৩-০ সেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে।

আগের দুই ম্যাচের একটি জেতা বাংলাদেশের মেয়েরা নেপালের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাই তৈরি করতে পারেনি। অনভিজ্ঞ মেয়েরা প্রথম সেটে হেরেছে ২৫-৭ পয়েন্টে এবং শেষ দুই সেটের হার ২৫-৬ পয়েন্টের ব্যবধানে। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন জয়ী নেপাল দলের খাদকা সুনিতা।

দিনের অপর ম্যাচে কিরগিজস্তান ৩-০ সেটে আফগানিস্তানকে হারায়। প্রথম সেট ২৫-০৬, দ্বিতীয় সেট ২৫-০৭ ও তৃতীয় সেট ২৫-১৫ পয়েন্টে জিতে কিরগিজস্তান। জয়ী দলের শুমকারবেকোভা আলিয়া সেরা খেলোয়াড় হয়েছেন।

আগামীকাল বুধবার বাংলাদেশ খেলবে কিরগিজস্তানের বিরুদ্ধে, মালদ্বীপ খেলবে নেপালের বিরুদ্ধে। বৃহস্পতিবার তৃতীয় স্থান নির্ধারণী এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে