কুয়েতের দৈনিক আল কাবাস জানিয়েছে, কুয়েত থেকে চলতি বছরে ৯ মাসে ১৮ হাজার প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে পাঠিয়েছে দেশটির সরকার। এর মধ্যে ২,৫০০ বাংলাদেশিও রয়েছে।
তবে সবচেয়ে সংখ্যায় বেশি ভারতীয় নাগরিক। কুয়েত নির্বাসন কেন্দ্রের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, কুয়েত থেকে ২০১৯ সালের প্রথম ৯ মাসে ১৮ হাজার কুয়েত প্রবাসীদের সফর (নির্বাসন) করানো হয়েছে। এদের মধ্যে রেসিডেন্সি আইন লঙ্ঘন, শ্রমিক আইন লঙ্ঘন, অবৈধ আকামা ও ট্র্যাফিক আইন লঙ্ঘনসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
নির্বাসনে পাঠানো প্রথম তালিকায় ইন্ডিয়া ৫,০০০ ও বাংলাদেশ ২,৫০০, মিশরি ২,২০০, নেপালি ২,১০০, ইথোপিয়ান ১,৭০০, সুরিয়ান ১,৪০০, ফিলিপাইন ১,২০০ ও অন্যান্য দেশের ১,৯০০ (আরবিয়ান, আফ্রিকান, ইউরোপিয়ান, আমেরিকান) সহ সর্বমোট ১৮ হাজার। এর মধ্যে ১২ হাজার পুরুষ ও ৬ হাজার মহিলা রয়েছে।
- বিনিয়োগকারীদের ‘প্রিমিয়াম’ আবাসন ভিসা দিচ্ছে সৌদি
- ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু
সূত্র মতে, নির্বাসনে পাঠানো অনেক প্রবাসীদের মধ্যে হেপাটাইটিস ও এইডস আক্রান্তের লক্ষণ ছিল।
এদিকে নির্বাসন কেন্দ্রে ৫০ জন পুরুষ ও ৮ জন মহিলা ছাড়া আর কোনো প্রবাসী আপাতত নেই বলেও জানিয়েছে নির্বাসন কেন্দ্র কর্তৃপক্ষ।