অবৈধ দখলদার ইসরায়েলের হামলায় গাজায় ১৮ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিন
ফাইল ছবি

অবৈধ দখলদার ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে গাজায় লড়াই তীব্র হচ্ছে। হামলা পাল্টা হামলা চলছে। সর্বশেষ এই উত্তেজনা শুরু হয় গত মঙ্গলবার থেকে। এদিন ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসলামি জিহাদের প্রভাবশালী কমান্ডার বাহা আবুল আতা নিহত হন।

এরপর থেকে ফিলিস্তিনিরা তীব্র হামলা চালায়। আর সেই হামলার পাল্টা হামলা চালায় ইসরায়েল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ইসরায়েলের হামলায় কমপক্ষে ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়াও আরো ৫০ জন আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদ্রা এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত মঙ্গলবার সকালে থেকে সর্বশেষ অভিযান শুরুর পর থেকে ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বাহা আবুল আতা নিহত হওয়ার পর থেকেই লড়াই তীব্র হয়। কমান্ডারকে হত্যার জবাবে ইসলামি জিহাদ গতকাল সকাল থেকে রাত পর্যন্ত ইসরায়েলে ৮০টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

ইসরায়েলি গণমাধ্যম জানায়, তেল আবিব, আসকালান ও সিদরুতসহ বেশ কয়েকটি ইহুদি উপশহরে ক্ষণে ক্ষণে সাইরেন বেজে উঠেছে। আশ্রয়কেন্দ্রগুলোতে ভীড় জমেছে। তাড়াহুড়ো করে আশ্রয়কেন্দ্রে ঢুকতে গিয়ে আহত হয়েছেন অন্তত ১৫ জন ইসরায়েলি। আর ক্ষেপণাস্ত্রের আঘাতে আহতের সংখ্যা ১৩।

ইসলামিক জিহাদ গাজা উপত্যকা শাসন করে। এর আগে ৪২ বছর বয়সী আল-আতার ওপর হামলার চরম প্রতিশোধ নেওয়া কথা জানান তারা।

এক বিবৃতি জানানো হয়, আল-আতাকে হত্যার শাস্তি অবশ্যই ইসরায়েলের পেতে হবে। ইসলামিক জিহাদের সেক্রেটারি জেনারেল জিয়াদ আল নাখালা বলেন, বাহা আবু আল-আতাকে হত্যা করে ইসরায়েল নিজেদের সীমা লঙ্ঘন করছে। আমরা সর্বশক্তি দিয়ে এই হামলার জাবাব দেব। আমার তাদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছি। আর তার প্রমাণ মিলতে শুরু করছে। ইসলামিক জিহাদ বিপুল পরিমাণে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে