উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক

সিরাজগঞ্জ প্রতিনিধি

ট্রেন
ফাইল ছবি

উত্তরবঙ্গের সঙ্গে রাজধানী ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রাত পৌনে নয়টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশন দিয়ে তিস্তা এক্সপ্রেস ঢাকা অভিমুখে চলে যায়। এর মধ্য দিয়ে প্রায় সাত ঘণ্টা পর উত্তরবঙ্গে সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক হলো।

ঢাকাগামী রংপুর এক্সপ্রেস আজ বৃস্পতিবার দুপুর দুইটার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় লাইনচ্যুত হয়। এ সময় আগুন লেগে পুড়ে যায় ইঞ্জিনসহ তিনটি বগি। এতে রেলকর্মীসহ অন্তত ২৫ জন আহত হন। এরপর রাজধানী ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

উল্লাপাড়া রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার আবদুল হামিদ বলেন, রাত পৌনে নয়টার দিকে উত্তরবঙ্গ থেকে আসা তিস্তা এক্সপ্রেস উল্লাপাড়া স্টেশন দিয়ে ঢাকার দিকে চলে যায়। এর মধ্য দিয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ স্বাভাবিক হলো।

তিনি জানান, রংপুর এক্সপ্রেসের উদ্ধার কাজ এখনো চলছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে