কোমল ও উজ্জ্বল ত্বক সবার চাওয়া। নিজেকে সুন্দর করে সাজাতে কে না চায়। আর শীতে ত্বকে নিতে হয় বাড়তি যত্ন। তাই ব্যবহার করতে পারেন হলুদ।
খুব সহজে ও অল্প সময় ব্যয় করেই ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন নেয়া সম্ভব। আর তাতে ক্ষতিও কম। এ সামগ্রীগুলো প্রাকৃতিক হওয়ায় নেই কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও। তাই ত্বকে বয়স কমবে।আসুন জেনে নিই কীভাবে ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন নেবেন-
আসুন জেনে নিই কীভাবে ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন নেবেন-
আটা ময়দা ও বেসন
আটা, ময়দা ও বেসন দিয়ে বানিয়ে ফেলুন ফেসপ্যাক। আটায় ভুসির পরিমাণ বেশি থাকায় প্রাকৃতিক স্ক্রাব হিসেবেও দারুণ কাজ করে। তৈলাক্ত ত্বকের জন্য আটার প্যাক ভালো।
মধু ও দই
মধুতে থাকা অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান ব্রণ বা ফুসকুড়ি কমাতেও খুর কার্যকরী। যেকোনো ঘরোয়া ফেসপ্যাকের সঙ্গে মধু মিশিয়ে লাগালে ত্বক কোমল ও আর্দ্র থাকবে।
মধু ও দই মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে তা লাগান। ত্বকে পুষ্টি জোগান দেবে। এ ছাড়া ফুল ফ্যাট দুধ থেকে তৈরি দই শুষ্ক ত্বকের জন্য খুব উপকারী।
ওটমিল
তৈলাক্ত ত্বকের জন্য ওটমিল ফেস মাস্ক অত্যন্ত কার্যকরী। দই ও ওটমিল দিয়ে মাস্ক তৈরি করে মুখে লাগান। ত্বক উজ্জ্বল হবে।
- কসবার মন্দবাগে দুর্ঘটনায় তূর্ণার চালক-গার্ড দায়ী : তদন্ত কমিটি
- কার্গো বিমানে পেঁয়াজ আমদানি করবে সরকার
নারিকেল তেল
ময়শ্চারাইজার হিসেবে নারিকেল তেল খুব ভালো কাজ করে। চোখের কোলে কালি, শুষ্ক ঠোঁট কিংবা খসখসে ত্বক- এ ধরনের যেকোনো সমস্যায় ব্যবহার করুন নারিকেল তেল।