বাংলাদেশি ৩ তরুণ ইয়ালা পাহাড় অভিযানে যাচ্ছেন

মত ও পথ প্রতিবেদক

নেপালের ইয়ালা পাহাড় অভিযানে বাংলাদেশের ৩ তরুণ

‘রোপফোর আউটডোর এডুকেশন’ নামক একটি সংগঠনের আয়োজনে নেপালের ইয়ালা পাহাড় অভিযানে যাচ্ছেন বাংলাদেশের তিন তরুণ।

আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের প্রতিষ্ঠাতা এবং সভাপতি মারুফা হক।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশের তরুণদের জন্য ২০১৮ সাল থেকে মিশন হিমালয় নামক একটি কার্যক্রমের আয়োজন করে আসছি আমরা। তার ধারাবাহিকতায় ‘মিশন হিমালয়-২০১৯’-এর আয়োজন। আমাদের এই আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন।

মারুফা বলেন, এ কার্যক্রমের জন্য বাংলাদেশ পর্যটন কর্পোরেশন একটি অডিশনের আয়োজন করে। অডিশনে ৬৮ জন আগ্রহী অংশগ্রহণ নেয়। সেখান থেকে বাছাইকৃত ২৫ জনকে নিয়ে বাংলাদেশ বন বিভাগের অধীনে হাজারিখিল বন্যপ্রাণী অভয়ারণ্যে একটি চারদিনব্যাপী ‘অভিযানের প্রস্তুতিমূলক প্রশিক্ষণ’ ক্যাম্পে অংশগ্রহণ করানো হয়। পরে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন আনুষ্ঠানিকভাবে সেখান থেকে তিনজনকে নেপালের ইয়ালা পাহাড় অভিযানের জন্য নির্বাচন করে।

নির্বাচিত তিনজন হলেন— স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থী আসাদুজ্জামান, আর্কিটেকচার হিবা শরাফ উদ্দিন এবং টেলিভিশন প্রোগ্রাম প্রেজেন্ট নীল এইচ জাহান।

অনুষ্ঠান শেষে পর্বতারোহী প্রশিক্ষক মীর সামসুল আলম বাবু নতুন অভিযাত্রীদের হাতে পতাকা হস্তান্তর করেন।

সংবাদ সম্মেলনে সংগঠনের অন্যান্য সদস্যরা সহ কার্যক্রমের সঙ্গে জড়িত সহযোগী প্রতিষ্ঠান সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে