মামলার রায় পুনর্বিবেচনা আবেদনের সিদ্ধান্ত নিল মুসলিম পার্সোনাল ল’ বোর্ড

আন্তর্জাতিক ডেস্ক

বাবরি মসজিদ
ফাইল ছবি

ভারতীয় মুসলিমদের ঐক্যবদ্ধ সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড বাবরি মসজিদ মামলার রায় পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে। রায় পুনর্বিবেচনা করে দেখতে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হবে জানিয়েছে সংগঠনটি।

আজ রোববার উত্তরপ্রদেশের নদওয়াতুল ওলামায় জরুরি বৈঠকে মিলিত হন ভারতের শীর্ষ মুসলিম নেতৃবৃন্দ।

universel cardiac hospital

বাবরি মসজিদ নিয়ে সুপ্রিমকোর্টের রায়ের পর অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের এটিই প্রথম বৈঠক। এ বৈঠক থেকে আগামী একমাসের মধ্যেই পুনর্বিবেচনার আর্জি দাখিল করার সিদ্ধান্ত নেয়া হয়।

গত সপ্তাহে ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ বাবরি মসজিদ মামলার রায় ঘোষণা করে।

মসজিদটির জায়গায় হিন্দুদের মন্দির নির্মাণের রায়ের পাশাপাশি নতুন একটি মসজিদ নির্মাণে শহরের গুরুত্বপূর্ণ জায়গা জমি বরাদ্দেরও নির্দেশ দিয়েছেন ভারতের সর্বোচ্চ আদালত।

শুরু থেকেই এই রায়ের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে আসছে মুসলিম পার্সোনাল ল বোর্ড। এদিন মুসলিম পার্সেনেল ল বোর্ডের তরফে বলা হয়, মসজিদ ছাড়া আমরা অন্য কোনও জমি গ্রহণ করতে পারব না।

বোর্ডের প্রধান মাওলানা সাইয়্যিদ রাবে হাসানী নদভীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি খালেদ সাইফুল্লাহ রাহমানি, সাইয়‍্যেদ ওয়ালী রাহমানি, জমিয়তে উলামায়ে হিন্দের আমির মাওলানা আরশাদ মাদানী, জামাতে ইসলামী হিন্দের আমির সাইয়‍্যেদ জালালুদ্দিন উমরী, মাওলানা খালেদ রশিদ ফিরিঙ্গী মহল্লী, অ্যাডভোকেট জাফর ওয়াব গিলানি, মুফতী আতিক আহমদ বাস্তবী, মাওলানা উমরাইন রহমানি প্রমুখ।

ভারতীয় মুসলিমদের ঐক্যবদ্ধ সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড। মুসলমানদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোর ব্যাপারে সবমতের নেতাদের সমন্বয়ে গঠিত হয়েছে বোর্ডটি।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে