রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন ২৩ ডিসেম্বর

মত ও পথ প্রতিবেদক

রিজার্ভ চুরি
ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য ২৩ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

আজ বুধবার মামলার প্রতিবেদন দেয়ার দিন ছিল। কিন্তু এদিন সিআইডি পুলিশ তা দেয়নি। এজন্য ঢাকা মহানগর হাকিম মো. সারাফুজ্জামান আনছারী পরবর্তী ওই দিন ধার্য করেন।

universel cardiac hospital

আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৭ কোটি ১০ লাখ ডলার চুরি হয়ে যায়। স্থানান্তরিক এসব টাকা ফিলিপাইনে পাঠানো হয়।

ধারণা করা হয়, দেশের অভ্যন্তরের কোনো একটি চক্রের সহায়তায় এ অর্থ পাচার করা হয়েছে। রিজার্ভের এ অর্থ চুরি যাওয়ার ঘটনায় বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদা বাদি হয়ে ওই বছরের ১৫ মার্চ রাজধানীর মতিঝিল থানায় মামলাটি করেন।

মামলায় সরাসরি কাউকে আসামি করা হয়নি। পরদিন ১৬ মার্চ মামলাটি তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন আদালত।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে