জানুয়ারিতে বাদলের শূন্য আসনে উপনির্বাচনের প্রস্তুতি

মত ও পথ প্রতিবেদক

নির্বাচন কমিশন
ফাইল ছবি

জাসদের কার্যকরী সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদলের শূন্য আসনে (চট্টগ্রাম-৮ বায়ালখালী-চাদগাঁও) উপনির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। শিগগিরই কমিশন বৈঠকে ভোটের সময়সূচি নির্ধারণ করা হবে।

২০২০ সালের জানুয়ারিতে তাঁর আসনে নির্বাচন হতে পারে, এমন প্রস্তুতির কথাই জানিয়েছে ইসি সূত্র।

universel cardiac hospital

এর আগের কয়েকটি নির্বাচনের মতো এবারও ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করার প্রস্তুতি নিচ্ছে ইসি।

গত ৭ নভেম্বর বাদল মারা যান। সংবিধান অনুযায়ী, কোনো আসন শূন্য হলে, শূন্য হওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে ভোটের আয়োজন করার বাধ্যবাধকতা রয়েছে। সে হিসাবে নির্বাচন করতে হবে নব্বই দিন সময় হিসেবে আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে।

সে লক্ষ্য সামনে রেখে চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনের জন্য প্রস্তাবনা তৈরির নির্দেশনা দিয়েছে কমিশন। সে অনুযায়ী কাজ চলছে।

আগামী ১৩ জানুয়ারি ভোটের কথা তুলে ধরা হয়েছে কমিশন বৈঠকের প্রস্তাবনায় । ইসি সচিবালয়ের প্রস্তাবনার ওপরেই আলোচনা করে চূড়ান্ত সময় নির্ধারণ করবে কমিশন

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে