না ফেরার দেশে চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা কালা আজিজ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৫ বছর।
গতকাল শনিবার রাত দশটায় নিজ বাসভবনে আজিজের মৃত্যু হয়। দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন এই অভিনেতা।
কয়েক বছর আগে অভিনেতা কালা আজিজের স্ত্রী ব্রেন স্ট্রোক করে মারা যান। এরপর তিনিও নানা অসুস্থ হয়ে পড়েন। অনেকদিন থেকেই ডায়াবেটিস ও কিডনি সমস্যায় ভুগছিলেন তিনি।
প্রায় পাঁচ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন কালা আজিজ। তাকে সর্বশেষ দেখা গেছে ‘পদ্মার প্রেম’ সিনেমায়। চলতি মাসের প্রথম দিন মুক্তি পেয়েছিল সিনেমাটি। হারুন-উজ-জামান পরিচালিত সিনেমাটি একসঙ্গে বাংলা, ওডিশা ও ভোজপুরি ভাষায় নির্মিত হয়েছে। এখনও ভোজপুরিতে চলছে এই সিনেমা।
- আরও পড়ুন >> গ্রামীণফোনকে ২ হাজার কোটি টাকা পরিশোধের নির্দেশ
‘কালা আজিজ’ অভিনীত সিনেমার মধ্যে রয়েছে আমার পৃথিবী তুমি (২০১১), হৃদয় ভাঙ্গা ঢেউ (২০১১), মায়ের হাতে বেহেস্তের চাবি (২০০৯), মেশিনম্যান (২০০৭), পিতার আসন (২০০৬), কোটি টাকার কাবিন (২০০৬) ও আয়না সুন্দরী (২০১৫)।