আলবেনিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক

আলবেনিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩
ছবি : নিউইয়র্ক টাইমস

আলবেনিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ১৫০ জন। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, স্থানীয় সময় আজ মঙ্গলবার ভোরে রাজধানী তিরানাসহ সংলগ্ন অতিঘনবসতি এলাকায় শক্তিশালী এ ভূমিকম্প হয়। কয়েক দশকের মধ্যে দেশটিতে এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

universel cardiac hospital

রিখটার স্কেলে শক্তিশালী ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৪ ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ভূমিকম্পে ১৩ জন নিহতের কথা নিশ্চিত করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ক্ষতিগ্রস্ত দুরেস এলাকায় ধ্বংসস্তূপের নিচে আটকেপড়া মানুষদের উদ্ধারে দমকল বাহিনীর পাশাপাশি সেনাসদস্যরাও স্থানীয়দের সহায়তা করছে।

এদিকে, প্রতিবেশী বিভিন্ন দেশসহ ইউরোপিয়ান ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র আলবেনিয়ায় তাৎক্ষণিক সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী এডি রমা।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে