খালেদার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের সামনে বিএনপির অবস্থান

মত ও পথ প্রতিবেদক

খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের সামনে বিএনপির অবস্থান

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের সামনে অবস্থান নিয়েছেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে হঠাৎ করে হাইকোর্টের সামনে সড়কে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা।

universel cardiac hospital

এসময় তারা বিক্ষোভে ফেটে পড়েন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতাকর্মীরা জাতীয় প্রেসক্লাব এলাকা থেকে সংগঠিত হয়ে সুপ্রিম কোর্টের সামনে এসে অবস্থান নেন। এ সময় তারা খালেদা জিয়ার মুক্তি চাই মুক্তি চাই স্লোগান দিচ্ছিল। তারা সড়কে বিক্ষোভ করার সময় পুলিশ এসে বাধা দেয়।

এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কিছুক্ষণ ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ শুরু করলে বিএনপি নেতাকর্মীরা ওই এলাকায় কয়েকটি গাড়ি ভাংচুর করে।

পরে পুলিশ আরও মারমুখী হলে বিএনপি নেতাকর্মীরা ফের প্রেসক্লাবের দিকে চলে যায়। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে দেয়া বক্তৃতায় বিএনপি নেতারা খালেদা জিয়ার দ্রুত মুক্তি দাবি করে। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেয়। বক্তারা নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার নিন্দা জানায়।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে