খাদ্যভাতা, সুপেয় পানির খরচ আদায়সহ ১৫ দফা দাবিতে নৌযান শ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য পরিষদের ডাকা যাত্রীবাহী লঞ্চের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।
নৌযান শ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য পরিষদের যুগ্ম-আহ্বায়ক শেখ মো. ওমর ফারুক গণমাধ্যমকে কর্মবিরতি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘বরিশালে চরমোনাই পীরের মাহফিলে অংশ গ্রহণে সুবিধা এবং শ্রম মন্ত্রণালয় থেকে দাবি মেনে নেয়ার আশ্বাসে আমরা কর্মবিরতি প্রত্যাহার করেছি। যাত্রীবাহী নৌযান চলাচল করবে, তবে মালবাহী নৌযানে কর্মবিরতি চলবে।’
কর্মবিরতির কারণে আজ বুধবার সকাল থেকে সদরঘাটে কোন লঞ্চ চলাচল করেনি। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
১৫ দফা দাবি আদায়ে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ নৌযান শ্রমিক লীগ, বাংলাদেশ কার্গো ওনার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ বাল্কহেড, ট্রলার শ্রমিক ইউনিয়ন মিলে ঐক্য পরিষদ গঠন করে।
গত ২৪ নভেম্বর সংবাদ সম্মেলনে তারা ২৭ নভেম্বর থেকে সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করে ঐক্য পরিষদ।
- আরও পড়ুন >> হলি আর্টিসান হামলা: ৭ আসামির মৃত্যুদণ্ড
ঢাকা নদীবন্দরের (সদরঘাট) যুগ্ম-পরিচালক (নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা) আলমগীর কবির জাগো নিউজকে বলেন, ‘সদরঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ ছিল, কর্মবিরতি প্রত্যাহার ঘোষণার পর লঞ্চ ঘাটে আসতে শুরু করেছে। আশা করি, এখন সময়মত লঞ্চগুলো বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে।’