রাজশাহী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল: ঢাকা-উত্তরাঞ্চলের যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জপ্রতিনিধি

রাজশাহী এক্সপ্রেস
রাজশাহী এক্সপ্রেস

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজশাহী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেল সড়কে ঝাঐল টেক আপ পয়েন্টের ১০০ গজ দূরে ইঞ্জিন বিকলের এ ঘটনা ঘটে।

universel cardiac hospital

বিষয়টি নিশ্চিত করেছেন জামতৈল রেলওয়ে স্টেশনের মাস্টার আব্দুর রহমান।

তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহী এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮টায় জামতৈল রেলওয়ে স্টেশন অতিক্রম করে। ট্রেনটি সকাল সোয়া ৮টার দিকে উপজেলার ঝাঐল টেক আট পয়েন্ট পার হওয়ার ১০০ মিটার অতিক্রম করলে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে জামতৈল রেলওয়ে স্টেশনে থাকা বনলতা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন খুলে বিকল ট্রেনটিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে স্থানান্তরের প্রক্রিয়া চলছে। ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছালে রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন জামতৈল রেলওয়ে স্টেশনের মাস্টার আব্দুর রহমান।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে