সেনাপ্রধানকে নিয়ে আদালতের রায় প্রসঙ্গে যা বললেন ইমরান

আন্তর্জাতিক ডেস্ক

ইমরান খান, পাক সেনাপ্রধান ও প্রধান বিচারপতি।
ইমরান খান, পাক সেনাপ্রধান ও প্রধান বিচারপতি।ছবি: ডন

পাকিস্তানের সেনাপ্রধানকে নিয়ে দেশটির আদালতের রায়ের পর টুইটবার্তায় তার প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। এ খবর জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন অনলাইন।

দেশটির সুপ্রিম কোর্টের রায়ে সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর কয়েক মিনিট পরই পাক-প্রধানমন্ত্রী তার প্রতিক্রিয়া জানান।

টুইট বার্তায় তিনি বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানের সংঘর্ষের মাধ্যমে যারা দেশে অস্থিতিশীলতা প্রত্যাশা করে ছিলেন তাদের জন্য এটি চরম হতাশা।

আরেকটি টুইট বার্তায় ইমরান খান বলেন, ২৩ বছর আগে রাজনৈতিক দল হিসেবে প্রথম পিটিআই একটি স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসনের পক্ষে ছিল।

প্রধান বিচারপতি আসিফ সায়েদ খোসার ওপর আমার গভীর শ্রদ্ধা রয়েছে। পাকিস্তানের আইনজ্ঞদের মধ্যে তিনি অন্যতম একজন।

বৃহস্পতিবার শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য সেনাপ্রধানের মেয়াদ বাড়িয়েছেন আদালত।

বিচারপতি আসিফ সায়েদ খোসার নেতৃত্বে তিন সদস্যের বিচারকের বেঞ্চ সংক্ষিপ্ত আদেশে, সরকারের অনুরোধে সেনাপ্রধানকে আরও ছয় মাস দায়িত্ব পালনের রায় ঘোষণা দেন।

পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, সেনাপ্রধানের মেয়াদকালীন বিষয়টি নিয়ে ছয় মাসের মধ্যে দেশটির সংসদে আইন প্রণয়ন করতে হবে।

আদালত এখন বিষয়টি সংসদে ছেড়ে দিয়েছেন বলে তিন সদস্যের বিচারকের বেঞ্চ যোগ করেন।

এ দিন শুনানিতে আদালতের পক্ষ থেকে সংসদকে ছয় মাসের মধ্যে এ বিষয়ে একটি আইন তৈরি করতে নির্দেশ দেয়া হয়।

এতে বলা হয়, সংসদকে অবশ্যই ছয় মাসের মধ্যে আইন প্রণয়ন করতে হবে। ছয় মাসের মধ্যে আইন প্রণয়ন করতে না পারলে নিয়োগ অবৈধ।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে