টম লাথামের দাপুটে সেঞ্চুরিতে নিরাপদে নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক

টম লাথাম

হ্যামিল্টনের সেডন পার্কে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। তবে প্রথম দিনই হানা দিলো বৃষ্টি। বৃষ্টির কারণে খেলা হয়েছে মাত্র ৫৪.৩ ওভার, পুরো একটি সেশনসহ হারিয়ে গেছে ৩৫.৩ ওভার। তাতে কী? নিউজিল্যান্ডের ওপেনার টম লাথামের দাপুটে ব্যাটিং তাতে থেমে নেই। দুই সেশনের কম সময়ের মধ্যেই তুলে নিয়েছেন ব্যক্তিগত সেঞ্চুরি, দলকে রেখেছেন নিরাপদ স্থানে। ৩ উইকেট হারিয়ে স্বাগতিক নিউজিল্যান্ডের সংগ্রহ ১৭৩ রান।

টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুটা অবশ্য তেমন ভালো করতে পারেনি কিউইরা। দলীয় ১৬ রানের মাথায় ওপেনার জিত রাভাল (৫) ও ৩৯ রানে ফিরে যান অধিনায়ক কেন উইলিয়ামসন (৪)। এরপর ইংলিশদের উৎসবে বাঁধ সাধেন টম লাথাম ও রস টেলর।

টেলর ও টম লাথামের তৃতীয় উইকেট জুটিতে আসে ১১৬ রান। দলীয় ১৫৫ রানের মাথায় আউট হন টেলর, খেলেন ৫৩ রানের ইনিংস। এর খানিক পরই নামে বৃষ্টি। তবে বৃষ্টি নামার আগেই ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি তুলে নেন লাথাম।

দুর্দান্ত ফর্মে থাকা লাথামের এটি চলতি বছরের তৃতীয় টেস্ট সেঞ্চুরি। ১৫ চারের মারে ১৬৪ বলে ১০১ রানে অপরাজিত রয়েছেন তিনি। আরেক ফর্মে থাকা ব্যাটসম্যান হেনরি নিকলস দ্বিতীয় দিন ব্যাট করতে নামবেন ৫ রান নিয়ে।

ইংল্যান্ডের পক্ষে উইকেট ৩টি নিয়েছেন ক্রিস ওকস (২) ও স্টুয়ার্ট ব্রড।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে