জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল রোববার পর্দা ওঠে সাউথ এশিয়ান গেমসের (এসএ গেমস) ১৩তম আসরের। আজ সোমবার দ্বিতীয় দিনে দুটি ডিসিপ্লিন থেকে ১৮টি পদক জিতেছে বাংলাদেশ।
এর মধ্যে কারাতে থেকে এসেছে ৯টি পদক। তায়কোয়ানদো থেকে এসেছে বাকি ৯টি। কারাতে থেকে বাংলাদেশ ২টি রুপা ও ৭টি ব্রোঞ্জ জিতেছে। আর তায়কোয়ানদো থেকে ১টি সোনা ও ৮টি ব্রোঞ্জ জিতেছে।
সকালে কারাতে ডিসিপ্লিনের ব্যক্তিগত কাতায় ব্রোঞ্জ জেতেন হুমায়রা আক্তার অন্তরা। তার পদক জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ পদকের খাতা খোলে। এরপর তায়কোয়ানদোতে অনূর্ধ্ব-২৯ বছর বয়স শ্রেণিতে সোনা জেতেন দীপু চাকমা। কারাতের একক কুমির অনূর্ধ্ব-৫৫ কেজিতে মোস্তফা কামাল ও একক কুমির অনূর্ধ্ব-৪৫ কেজিতে মাউনজেরা বন্যা রুপার পদক জেতেন।
১৮ পদক নিয়ে সাত দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে তালিকার পঞ্চম স্থানে। ৯টি সোনা, ২টি রুপা আর ৪টি ব্রোঞ্জ নিয়ে নেপাল রয়েছে শীর্ষে। ভুটান ১টি ব্রোঞ্জ জিতেছে। মালদ্বীপ অবশ্য এখনো পদকের খাতা খুলতে পারেনি।
দ্বিতীয় দিন শেষে পদক তালিকা:
দেশ | সোনা | রুপা | ব্রোঞ্জ | মোট |
নেপাল | ৯ | ২ | ৪ | ১৫ |
ভারত | ২ | ৬ | ৩ | ১১ |
শ্রীলঙ্কা | ২ | ৪ | ৯ | ১৫ |
পাকিস্তান | ১ | ৩ | ৩ | ৭ |
বাংলাদেশ | ১ | ২ | ১৫ | ১৮ |
ভুটান | ০ | ০ | ১ | ১ |
মালদ্বীপ | ০ | ০ | ০ | ০ |