সুদানের রাজধানী খার্তুমে একটি টাইলস কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া ৯০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
আজ মঙ্গলবার রাজধানীর উত্তরাংশের শিল্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়।
সংবাদ সংস্থা এএফপি জানায়, বিপুল শব্দে ওই বিস্ফোরণ হয়। কারখানায় পার্ক করা গাড়িগুলোতেও এ সময় আগুন লেগে যায়। ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে যায় আকাশ ও চারপাশ।
- খালেদা জিয়া মানবিক কারণে জামিন পাওয়ার যোগ্য : ড. কামাল
- আপিল বিচারাধীন : কনডেম সেলে সময় কাটছে ৩০ যুদ্ধাপরাধীর
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ দুর্ঘটনাকে জান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে কী কারণে ওই বিস্ফোরণ হয় তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বর্তমানে দুর্ঘটনাস্থল ঘিরে রেখেছে।