কারাতে ইভেন্ট চলাকালে মাথায় গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এসএ গেমসে স্বর্ণজয়ী মারজানা আক্তার পিয়া।
আজ বুধবার দুপুরে মেয়েদের দলগত কুমিতে পাকিস্তানের সঙ্গে ইভেন্টে অংশ নেয় বাংলাদেশ। এ সময় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, প্রতিযোগিতার এ পর্যায়ে মারজানা মাথায় মারাত্মক আঘাত পান। তাকে নেপালের দশরথ স্টেডিয়ামের পাশে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুব শীঘ্রই তার মাথার সিটি স্ক্যান করা হবে বলে জানা যায়।
মারজানা যখন অসুস্থ বোধ করছিলেন তখন মাঠে চিকিৎসক চলে এলেও তার যথাযথ পুনর্বাসন হয়নি বলে একটি অভিযোগও উঠেছে।
এদিকে দলগত ইভেন্টে স্বর্ণজয়ী হুমায়রা আক্তার অন্তরাও আঘাত পেয়েছেন। তবে তার আঘাত গুরুতর না হওয়ায় আবারো ম্যাটে ফিরেছেন তিনি।
এছাড়া মেয়েদের দলগত কুমিতে পাকিস্তানের কাছে হেরে রৌপ্য পদক পেয়েছে বাংলাদেশ।