নেপালের কাটমান্ডু-পোখারায় অনুষ্ঠিতব্য ১৩তম দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ গেমস) টাইগার বাহিনী কাগজে-কলমে বাকি দলগুলোর চাইতে বেশ শক্তিশালীই বলা যায়। নিজেদের শক্তির প্রমাণই বারবার দিচ্ছেন বাংলাদেশের যুবারা। প্রথম ম্যাচে মালদ্বীপকে ১০৯ রানের বিশাল ব্যবধানে হারানোর পর আজ শুক্রবার ভুটানকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।
তবে ২০ ওভারে মাত্র ৬৯ রান দিলেও ভুটানের তুলনায় ধারে ভারে অনেক এগিয়ে থাকা বাংলাদেশ তাদের অল আউট করতে সক্ষম হয়নি।
নেপালের কীর্তিপুরের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে মাত্র ৭০ রানের টার্গেট পায় বাংলাদেশ। যা অতিক্রম করতে ৬ ওভার পাঁচ বল খেলতে হলো টাইগারদের। ২৮ বলে ৫টি চার ও ৩ ছক্কায় ৫০ রানে অপরাজিত ছিলেন সৌম্য। অন্যপ্রান্তে, ১৩ বলে ১৬ রান করেন নাঈম শেখ।
এর আগে এসএ গেমসে টস জিতে ফিল্ডিং করতে নামে বাংলাদেশ। মানিক, তানভির, মিনহাজুলদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই বেকায়দায় ছিল ভুটান। ২০ ওভারে নয় উইকেট হারিয়ে মাত্র ৬৯ রান তোলে দলটি। বাংলাদেশের পক্ষে মানিক ৪ ওভারে ৯ রানে ২ উইকেট শিকার করেন। ভুটানের পক্ষে ওপেনার তেনজিং ওয়াংচুক সর্বোচ্চ ১৫ রান করেন।
নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ১০৯ রানে হারায় বাংলাদেশ। রবিবার (৮ ডিসেম্বর) গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অলিম্পিক দল।