মিয়ানমারে আটক ১৭ জেলে রাতেই ফিরছেন

মত ও পথ প্রতিবেদক

সমুদ্রে মাছ ধরা
সমুদ্রে মাছ ধরা। ফাইল ছবি

ইঞ্জিন বিকল হয়ে মিয়ানমারের সমুদ্রসীমানায় ঢুকে পড়ে আটক বাংলাদেশি ১৭ জেলেকে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় আজ শুক্রবার রাতেই কোস্টগার্ডের কাছে হস্তান্তর করবে মিয়ানমার।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম. হামিদুল ইসলাম।

universel cardiac hospital

তিনি বলেন, মিয়ামারে আটক ১৭ বাংলাদেশির সবাইকে আজ রাতে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হবে।

বৃহস্পতিবার দিবাগত রাতে টেকনাফের সেন্টমার্টিন এলাকা দিয়ে মাছ ধরার জন্য ঢুকে পড়লে বোটসহ ১৭ বাংলাদেশি জেলেকে আটক করে মিয়ানমারের নৌবাহিনী।

এর আগে গত ২৯ নভেম্বর বাংলাদেশের সমুদ্রসীমায় অবৈধভাবে ঢুকে মাছ ধরার সময় দুটি ট্রলারসহ মিয়ানমারের ১৬ মাঝি-মাল্লাকে আটক করে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে