আজ সোমবার লোকসভায় উত্থাপন হচ্ছে ভারতে বহুল আলোচিত নাগরিকত্ব সংশোধনী বিল। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিলটি উত্থাপন করবেন। বিলটি পাস হলে বাংলাদশে, পাকিস্তান, আফগানিস্তানসহ প্রতিবেশী দেশগুলো থেকে আসা অমুসলিমদের ভারতের নাগরিকত্ব পাওয়া আরও সহজ হবে।
আজ বিলটি পাস হলে দেশটির নাগরিকত্ব পাবেন পাঁচ বছর ধরে ভারতে বসবাসকারী পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশের অমুসলিমরা। বিল বাতিলের দাবিতে ইতিমধ্যে ১০ ডিসেম্বর ১১ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে নর্থইস্ট স্টুডেন্টস অর্গানাইজেশন। অসাংবিধানিক আখ্যা দিয়ে বিলের বিপক্ষে অবস্থান নিয়েছে বিরোধী শিবিরগুলোও।
এদিকে বিলটিকে অসাংবিধানিক আখ্যা দিয়ে শুরু থেকেই এর বিরোধিতা করে আসছে কংগ্রেসসহ অন্যান্য বিরোধী দল। বিলটি বাতিলের দাবিতে এরইমধ্যে আসাম, পশ্চিমবঙ্গ, কর্ণাটকসহ বিভিন্ন রাজ্যে বিক্ষোভ হয়েছে।
ক্ষমতাসীন বিজেপি সরকারের নাগরিক সংশোধনী বিলের প্রতিবাদে রবিবার মশাল মিছিল করেন উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের সাধারণ মানুষ। তাদের অভিযোগ সাম্প্রদায়িক বিভাজন তৈরির জন্য সরকার নাগরিক সংশোধনী বিলকে হাতিয়ার হিসেবে ব্যবহারের পাঁয়তারা করছে।
বিক্ষোভ হয়েছে বেঙ্গালুরুর কর্ণাটক, রাজধানী নয়া দিল্লিসহ বিভিন্ন শহরে। গানে গানে স্লোগানে স্লোগানে নাগরিক সংশোধনী বিল বাতিলের দাবি জানান বিক্ষোভকারীরা।