শুধু আর্থিক নয়, রাজনৈতিক দুর্নীতিও চলছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফাইল ছবি

দেশে দুর্নীতি সর্বগ্রাসী রূপ ধারণ করেছে বলে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে শুধু আর্থিক খাতে নয়, সামাজিক ও রাজনৈতিক দুর্নীতিও চলছে। এসব দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে।

আজ সোমবার দুপুরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) পূর্ণাঙ্গ কমিটির নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে এসে আমরা শপথ নিয়েছি যে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য জনগণের যে সংগ্রাম তা অব্যাহত রাখবো।’

তিনি বলেন, ‘আন্তর্জাতিক দুর্নীতি দমনের উদ্দেশে একটা পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক দুর্নীতি দমনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের যে দুর্নীতি সর্বগ্রাস করেছে তার বিরুদ্ধে জনগণের রুখে দাঁড়ানো দরকার।’

‘আমাদের দেশে সমস্ত দুর্নীতি শুরু হয়েছে। আজকে আর্থিক দুর্নীতি এমন এক পর্যায়ে গিয়েছে, যেখানে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও সংসদ সদস্যের মধ্যে বাকবিতণ্ডা হচ্ছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা দেখেছি শুদ্ধি অভিযানের নাম করে ছোটখাটো দুর্নীতির সাথে যারা জড়িত শুধু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। যারা বড় দুর্নীতিবাজ, রুই কাতলা, সমস্ত সমাজকে গ্রাস করছে তাদের সম্পর্কে কিছু আলোচনা হচ্ছে না।’

‘বাংলাদেশের অর্থনীতিকে দুর্নীতির মাধ্যমে প্রায় ধ্বংস করে ফেলা হয়েছে। একটি-দুটি সেক্টরে নয়। শেয়ারবাজার দুর্নীতি, ব্যাংক কেলেঙ্কারি, বিদ্যুতের পাওয়ার প্ল্যান্ট দুর্নীতি, মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি। এইগুলো এমন পর্যায়ে পৌঁছেছে যে, বাংলাদেশের অর্থনীতি এখন প্রায় শূন্যের কোঠায় এসে পৌঁছিয়েছে।’

তিনি আরও বলেন, ‘দুর্নীতির সবচেয়ে বড় কারণ, দুর্নীতির মধ্য দিয়ে নির্বাচন প্রক্রিয়াকে ধ্বংস করে দিয়ে বর্তমান সরকার ক্ষমতা দখল করে আছে। এই বিষয়ে জনগণ সচেতন হয়ে উঠছে। তারা প্রতিবাদ করছে। সকল ধরনের দুর্নীতি প্রতিরোধ করার জন্য তারা ঐক্যবদ্ধ হচ্ছে।’

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে