চেক প্রজাতন্ত্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

চেক প্রজাতন্ত্রে গুলিতে নিহত ৬

চেক প্রজাতন্ত্রের উত্তর-পূর্বাঞ্চলীয় শহরের একটি হাসপাতালের ওয়েটিং রুমে বন্দুকধারীর গুলিতে ৬ জন নিহত হয়েছে। পরে হামলাকারী নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টার পরে ট্রমা ক্লিনিকের সামনে গোলাগুলির ঘটনা ঘটে। হামলার পরে হাসপাতালের একটি অংশ বন্ধ রাখা হয়। হাসপাতালের কর্মকর্তাসহ আগত রোগীরা ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যায়।

universel cardiac hospital

হামলার পরে সশস্ত্র পুলিশ সন্দেহভাজন বন্দুকহামলাকারীর মৃতদেহ হাসপাতালের পাশের একটি গাড়ির নিকটে খুঁজে পায়। সে ‘হ্যান্ডগান’ নিয়ে হামলা চালিয়েছিল বলে ধারণা পুলিশের।

পুলিশ জানায়, সন্দেহভাজন হামলাকারীর বয়স আনুমানিক ৪২ বছর। মৃতদেহের সাথে গাড়ি চালানোর লাইসেন্স পাওয়া যায়।

দেশটির প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিস ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

বন্দুক হামলার ঘটনাকে ‘গ্রেট ট্র্যাজেডি’ বলে মন্তব্য করেছেন সেখনাকার গভর্নর। বন্দুক হামলার উদ্দেশ্যে এখনও স্পষ্ট নয় বলেও তিনি জানান।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে