চট্টগ্রামে বাদলের আসনে জাপা প্রার্থী বাবলু

মত ও পথ প্রতিবেদক

জিয়া উদ্দিন আহমেদ বাবলু
ফাইল ছবি

চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পেয়েছেন জিয়া উদ্দিন আহমেদ বাবলু।

আজ বুধবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেন দলটির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

এ সময় জিয়া উদ্দিন আহমেদ বাবলুকে গণমাধ্যমের সামনে পরিচয় করিয়ে দেন জাপা চেয়ারম্যান।

জিএম কাদের বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা মহাজোট হিসেবে নির্বাচন করেছি। পরবর্তী সব নির্বাচনেও আমরা জোটগতভাবেই নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেছি।

কাদের বলেন, চট্টগ্রাম-৮ আসন মহাজোটগতভাবে হবে কি না তা আলাপ-আলোচনার মাধ্যমে নির্ধারণ হবে। আমরা আশাবাদী জাতীয় পার্টি প্রার্থী মহাজোট প্রার্থী হিসেবেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান বলেন, পার্টির সর্বোচ্চ ফোরাম প্রেসিডিয়াম সভায় চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী জিয়া উদ্দিন আহমেদ বাবলুর প্রার্থিতা নিশ্চিত হয়েছে। প্রেসিডিয়াম সভায় জাতীয় পার্টির পালামেন্টারি বোর্ড সদস্যরাও উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব মো. মসিউর রহমান রাঙ্গা এমপি, প্রেসিডিয়াম সদস্য এস.এম. ফয়সল চিশতী, সালমা ইসলাম, মো. আজম খান, এটিইউ তাজ রহমান, লে. জে. মাসুদ উদ্দিন চৌধুরী এমপি প্রমুখ।

প্রসঙ্গত, আওয়ামী লীগের শরিক বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যকরী সভাপতি মঈন উদ্দিন খান বাদলের মৃত্যুতে চট্টগ্রাম-৮ আসন শূন্য হয়। আগামী ১৩ জানুয়ারি আসনটিতে উপ-নির্বাচন হবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে