টাইমের পারসন অব দ্য ইয়ার থানবার্গ

আন্তর্জাতিক ডেস্ক

টাইমের পারসন অব দ্য ইয়ার থানবার্গ

সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থানবার্গকে পারসন অব দ্য ইয়ার নির্বাচিত করেছে টাইম ম্যাগাজিন।

আজ বুধবার টাইম ম্যাগাজিন এ তথ্য জানিয়েছে।

universel cardiac hospital

১৬ বছরের থানবার্গই হচ্ছেন সবচেয়ে কনিষ্ঠ ব্যক্তিত্ব যাকে পারসন অব দ্য ইয়ার নির্বাচিত করলো টাইম ম্যাগাজিন। গত সেপ্টেম্বরে ‘রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড’ দেয়া হয় তাকে, যা ‘অল্টারনেটিভ নোবেল প্রাইজ’ নামে পরিচিত।

সেপ্টেম্বরেই নিউ ইয়র্কে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বনেতাদের ভূমিকার তীব্র সমালোচনা করে আলোচনায় আসেন থানবার্গ। একই ইস্যুতে গত সপ্তাহে কপ-২৫ সম্মেলনেও বিশ্বনেতাদের সমালোচনা করেছেন এই কিশোরী। থানবার্গের আহ্বানে সাড়া দিয়েই সেপ্টেম্বরে জলবায়ু পরিবর্তনে সচেতনতা বৃদ্ধির দাবিতে রাস্তায় নেমে এসেছিল বিশ্বের শতাধিক দেশের স্কুলের শিক্ষার্থীরা।

টাইম ম্যাগাজিনের প্রধান সম্পাদক এডওয়ার্ড ফেলসেনথাল লিখেছেন, এই গ্রহ যে সবচেয়ে বড় সমস্যার মুখোমুখি সেই বিষয়ে সবচেয়ে উঁচু কণ্ঠে পরিণত হয়েছেন থানবার্গ এবং তিনি হচ্ছেন আমাদের সংস্কৃতিতে সেই বিস্তৃত পরিবর্তিত প্রজন্মের প্রতিচ্ছবি যারা হংকংয়ের ক্যাম্পাস থেকে ওয়াশিংটনের কংগ্রেস হল পর্যন্ত সব জায়গায় কাজ করছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে