গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন।
আজ বুধবার বিকেলে উপজেলার বারিষাব ইউনিয়নের চালারবাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সিএনজি যাত্রী বলে জানা যায়।
নিহতরা হলেন কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের গাওরার গ্রামের শামসুল হক কাজীর স্ত্রী হেনা আক্তার (৩১) ও তার মেয়ে মানছুরা আক্তার (১০) এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকার জগদীশ চন্দ্র বর্মনের ছেলে জীবন চন্দ্র বর্মন (৪০)।
আহতরা হলেন- বারিষাব ইউনিয়নের চেংনা গ্রামের নূরুল ইসলামের স্ত্রী সাবানী বেগম এবং নিহত জীবন চন্দ্র বর্মনের ভাগনি রীয়া বর্মন।
- বিএনপির মাইনরিটি নির্যাতন পাকিস্তানের থেকেও ভয়ঙ্কর: কাদের
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য কোর্স বন্ধসহ ইউজিসির ১৩ নির্দেশনা
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ও স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে চালারবাজার মোড় এলাকায় কাপাসিয়ার খিরাটিগামী সম্রাট পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই ৩ জন নিহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।