বঙ্গবন্ধু বিপিএল : লিটন-জাজাই তাণ্ডবে ঢাকার বিশাল হার

ক্রীড়া প্রতিবেদক

লিটন দাস
লিটন দাস

বঙ্গবন্ধু বিপিএলে লিটন দাস ও হজরতুল্লাহ জাজাইয়ের ব্যাটিং দাপটে ১০ বল এবং ৯ উইকেট হাতে রেখে ঢাকা প্লাটুনের বিপক্ষে বিশাল জয় তুলে নিয়েছে রাজশাহী রয়্যালস।

১৩৫ রানের মামুলি টার্গেটে ব্যাটিংয়ে নেমে রাজশাহীকে দুর্দান্ত শুরু এনে দেন লিটন দাস আর জাজাই। বেদম মার খেয়েছেন ব্যাট হাতে ‘ডাক’ মারা শহিদ আফ্রিদি। ৬২ রানের উদ্বোধনী জুটি ভাঙে ২৭ বলে ৪ চার ২ ছক্কায় ৩৯ রান করা লিটনের বিদায়ে।

universel cardiac hospital

এরপর শোয়েব মালিককে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন জাজাই। এই আফগান ৪৭ বলে ৫ চার ৩ ছক্কায় ৫৬* রানে অপরাজিত থাকেন। আর শোয়েব মালিক অপরাজিত থাকেন ৩৬ বলে ৩৬ রানে। একমাত্র উইকেটটি নিয়েছেন মেহেদি হাসান।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৪ রান তোলে ঢাকা প্লাটুন। দলীয় ১৫ রানে দেশসেরা ওপেনার তামিম ইকবালকে (৫) আফিফ হোসেনের তালুবন্দি করেন আবু জায়েদ রাহী। লরি ইভান্স ফিরেন ১৩ রানে। তবে অপর ওপেনার এনামুল হক বিজয় খেলেন ৩৩ বলে ৩৮ রানের ঝলমলে এক ইনিংস। শেষ পর্যন্ত অভিজ্ঞ অলক কাপালির বলে মিনহাজুল আফ্রিদির তালুবন্দি হয়ে প্যাভিলিয়নে ফিরেন তিনি।

রবি বোপারা এবং লিটন দাসের ক্ষিপ্রতায় জাকের আলী (২১) রান-আউট হতেই ধস নামে ঢাকার ব্যাটিং লাইনআপে। মারকুটে ব্যাটসম্যান থিসারা পেরেরা ১, আরিফুল হক ৫ এবং ‘ডাকমাস্টার’ খ্যাত পাকিস্তানের শহিদ আফ্রিদি ‘ডাক’ মেরে ফিরেন। মেহেদি হাসান ৬ রানে রান-আউট হওয়ার আগে ১৪টি বল নষ্ট করেন। ওয়াহাব রিয়াজ ১৮ রানে আবু জায়েদের শিকার হন। শেষে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ১০ বলে ২ ছক্কায় অপরাজিত ১৮* রান করলে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৪ রান তুলতে সক্ষম হয় ঢাকা।

সংক্ষিপ্ত স্কোর

ফল: ৯ উইকেটে জয়ী রাজশাহী রয়্যালস।

ঢাকা প্লাটুন ইনিংস: ১৩৪/৯ (২০ ওভার)

(তামিম ৫, এনামুল ৩৮, ইভান্স ১৩, জাকের ২১, থিসারা পেরেরা ১, আরিফুল ৫, শহীদ আফ্রিদি ০, মেহেদী ৬, ওয়াহাব ১৯, মাশরাফি ১৮*, হাসান মাহমুদ ০*; আন্দ্রে রাসেল ০/৮, রাহি ২/৪৩, তাইজুল ১/২৩, ফরহাদ ১/১৪, অলক ১/১৮, মিনহাজুল ০/১২, বোপারা ১/১৫)।

রাজশাজী রয়্যালস ইনিংস: ১৩৬/১ (১৮.২ ওভার)

(জাজাই ৫৬*, লিটন ৩৯, মালিক ৩৬*; মাশরাফি ০/১৮, হাসান মাহমুদ ০/৩৫, মেহেদী হাসান ১/২৩, ওয়াহাব ০/২৬, শহীদ আফ্রিদি ০/২৫, থিসারা পেরেরা ০/৬)।

প্লেয়ার অব দ্য ম্যাচ: রবি বোপারা (রাজশাহী রয়্যালস)।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে