ভারতের বিভিন্ন রাজ্যে নাগরিক সংশোধনী বিল নিয়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এমন অবস্থায় আসন্ন ভারত সফর বাতিল করতে পারেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। ভারতের সবচেয়ে উত্তপ্ত অবস্থা আসামে। এই রাজ্যেই সফরে আসার কথা রয়েছে শিনজো আবের।
শিনজো আবেকে আসামে এনে একগুচ্ছ উন্নয়নমুখী প্রকল্পের ঘোষণা করার পরিকল্পনা ছিল মোদি সরকারের৷ জাপানের প্রধানমন্ত্রীর সফর ঘিরে সাজানো হয়েছিল গুয়াহাটি শহরের রাস্তাঘাট৷ উত্তর-পূর্ব ভারতের এই শহরজুড়ে শিনজো আবের কাট-আউটও লাগানো হয়৷
- যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন: কনজারভেটিভ পার্টির বড় জয়
- ২০২১ সালে ৭৮৪টি ফ্ল্যাট পাবে পরিচ্ছন্নতাকর্মীরা: আতিকুল
কিন্তু সম্প্রতি নাগরিকত্ব বিল লোকসভা ও রাজ্যসভায় পাস হলে উত্তপ্ত হয়ে ওঠে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুরসহ বিভিন্ন রাজ্য। এসব বিক্ষোভে নিরাপত্তাবাহিনীর গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এই পরিস্থিতিতে শিনজো আবের গুয়াহাটি সফর নিয়ে নয়াদিল্লি চিন্তিত বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।