২০২১ সালে ৭৮৪টি ফ্ল্যাট পাবে পরিচ্ছন্নতাকর্মীরা: আতিকুল

নিজস্ব প্রতিবেদক

মেয়র আতিকুল ইসলাম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজে জড়িত এমন ৭৮৪টি পরিবারের জন্য মিরপুরের রূপনগরে ফ্ল্যাট তৈরি করা হচ্ছে। ২০২১ সালে এসব ফ্ল্যাট হস্তান্তর করা হবে।

আজ শুক্রবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আয়োজিত ‘পরিচ্ছন্নতা যুদ্ধ’ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব তথ্য জানান।

আতিকুল ইসলাম বলেন, ‘মিরপুরে আবাসন প্রকল্প শুরু করেছি। ৭৮৪টি ফ্ল্যাট তৈরি করা হচ্ছে সেখানে। তা পরিষ্কার-পরিচ্ছন্নতাকর্মীদের দেয়া হবে। আপনারা জেনে খুশি হবেন, এ কাজ এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি, ২০২১ সাল নাগাদ ৭৮৪টি পরিবার ওই এলাকাতে চলে যেতে পারবে।’

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পরিচ্ছন্নতাকর্মীদের জন্য এই আবাসন নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমি যখন মেয়র হিসেবে শপথ নেই, তখন প্রধানমন্ত্রী বলেছিলেন, তোমার প্রথম কাজ হচ্ছে পরিচ্ছন্নতাকর্মী যারা আছে, তাদের জন্য আবাসনের বন্দোবস্ত করা। পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মীদের যেন বস্তিতে না থাকতে হয়। তিনি বলেছিলেন, “অন্তত তাদের জন্য দুইটা কক্ষ করবা। একটা পড়ার কক্ষ হবে, অন্যটাতে তারা থাকবে। বাথরুম, রান্নাঘর করে দিবা। নিচে স্কুল করে দিবা, যাতে তাদের বাচ্চারা পড়তে পারে’।”

পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দেশে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘এটি হচ্ছে আপনাদের জন্য পুরস্কার। আমি পরিষ্কার-পরিচ্ছন্নকর্মীদের বলবো, আপনাদের কাজ কিন্তু আপনাদেরই করতে হবে। যার কাজ তাকেই করতে হবে।’

এর আগে শুক্রবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠান থেকে শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে রাজধানীসহ সারাদেশ পরিচ্ছন্ন রাখার ‘পরিচ্ছন্নতার যুদ্ধ’ ঘোষণা করা হয়। সকাল ৯টার দিকে শপথ বাক্য পাঠ করান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। এ সময় পরিচ্ছন্নতাকর্মী, মুক্তিযোদ্ধা, মন্ত্রী, মেয়র, চিত্রনায়ক-নায়িকা, বাংলাদেশ স্কাউটস সদস্যরা উপস্থিত ছিলেন।

শপথ পাঠে বলা হয়, ‘আমি শপথ করছি যে, যেখানে-সেখানে আর কোনো দিন ময়লা-আবর্জনা ফেলব না। বীর মুক্তিযোদ্ধারা যে দেশ স্বাধীন করে আমাদের উপহার দিয়েছেন, সেই দেশ পরিষ্কার রাখার দায়িত্ব আজ থেকে আমি নিলাম। ঘোষণা করলাম, পরিচ্ছন্নতার যুদ্ধ। এবারের অঙ্গীকার, পরিচ্ছন্ন সোনার বাংলা গড়ার অঙ্গীকার।’

মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ‘পরিচ্ছন্নতাকর্মীদের সবাইকে সাথে নিয়ে আমরা দেশটাকে পরিচ্ছন্ন রাখতে চাই। যারা এই পরিচ্ছন্নতায় জড়িত, আপনারা সবাই, আমরা একসাথে কাজ করছি। আমরা সকলে মিলে সারাদেশকে পরিচ্ছন্ন করার যুদ্ধে আছি।’

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে