গ্রাম পুলিশকে ১৯ ও ২০তম গ্রেডে উন্নীত করতে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

গ্রাম পুলিশ
ফাইল ছবি

দেশের গ্রাম পুলিশকে সরকারি চাকরিবিধির ১৯ এবং ২০তম গ্রেডে (পে স্কেল) উন্নীত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই আদেশ ২০১১ সালের জুন মাস থেকে কার্যকর করার জন্য বলা হয়েছে।

পাশাপাশি ২০২০ সালের মার্চের মধ্যে গ্রেডে উন্নীত করার বিষয়টি কার্যকর করে প্রতিবেদন দিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

universel cardiac hospital

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

পরে বিষয়টি সাংবাদিকদের জানান রিটকারী আইনজীবী হুমায়ুন কবির পল্লব।

এর আগে গত রোববার (১৫ ডিসেম্বর) আদালত গ্রাম পুলিশকে সরকারি চতুর্থ শ্রেণীর কর্মচারীর পদমর্যাদা দিতে এবং সে অনুযায়ী জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করে তা প্রদান করতে নির্দেশ দেন।

সেদিন রিটকারী আইনজীবী হুমায়ুন কবির পল্লব জানান, এই আদেশের ফলে ৪৭ হাজার গ্রাম পুলিশের ভাগ্য খুলতে যাচ্ছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে