বাংলাদেশের চার শাটলার সানরাইজ-ইউনেক্স জুনিয়র আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনালে উঠেছেন। তারা হলেন- গৌরব সিং, মাঙ্গাল সিং, উর্মি আক্তার ও নাসিমা খাতুন।
এরমধ্যে গৌরব সিং ও মাঙ্গাল সিং জুটি উঠেছে পুরুষ দ্বৈতের শেষ আটে এবং উর্মি আক্তার ও নাসিমা খাতুন উঠেছেন মহিলা এককের শেষ আটে।
তবে এ পর্বে বাংলাদেশের কোনো শাটলার বিদেশি কাউকে হারিয়ে শেষ আটে জায়গা করে নিতে পারেননি। স্বদেশিদের হারিয়েই উঠেছেন শেষ আটে।
পুরুষ দ্বৈতে গৌরব ও মাঙ্গাল জুটি ২-০ সেটে স্বদেশী জয় ও লোকমান জুটিকে, মহিলা এককে উর্মি আক্তার ২-০ সেটে স্বদেশী লিকা পোদ্দারকে এবং নাসিমা ২-০ সেটে জেরিন আহমেদকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।
- খালেদা জিয়াকে মুক্ত না করলে গণতন্ত্র মুক্ত হবে না : ফখরুল
- চলতি অর্থবছরেই শিশুশ্রম মুক্ত হবে ২২ ঝুঁকিপূর্ণ খাত
পুরুষ এককে লোকমান প্রথম সেটে মালয়েশিয়ার কেন ইয়নের কাছে হারের পর দ্বিতীয় সেট চলাকালীন ইনজুরিতে পড়ে মাঠ ত্যাগ করেন। আম্পাায়ার মালয়েশিয়ার প্রতিযোগিকে ২-০ সেটে বিজয়ী ঘোষণা করেন। দিনের সর্বশেষ গেমে নেপালের প্রিন্স দাহালের কাছে পরাজিত হন মালয়েশিয়ার চং ই জ্যাক।