ইমরুল-ওয়ালটনের তাণ্ডবে ২৩৮ রানের বিশাল পুঁজি পেল চট্টগ্রাম

ক্রীড়া প্রতিবেদক

ইমরুল কায়েস
ইমরুল কায়েস

বঙ্গবন্ধু বিপিএলে ইমরুল কায়েসের ব্যাটে যেন রানের ফোয়ারা ছুটছে। ভারত সফরে ব্যর্থতার পর সমালোচনার মুখে পড়া ইমরুল বিপিএলে নিজেকে চেনাচ্ছেন অন্যরূপে। ধারাবাহিকতার প্রতিমূর্তি হয়ে রান পেয়েছেন আজকের ম্যাচেও।

ইমরুল আর চ্যাডউইক ওয়ালটনের জোড়া ফিফটিতে ভর করেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৪ উইকেটে ২৩৮ রানের হিমালয়সম সংগ্রহ দাঁড় করিয়েছে ঘরের মাঠের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

universel cardiac hospital

টস হেরে ব্যাট করতে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল চট্টগ্রাম। লেন্ডল সিমন্স (৭ বলে ১০) তাড়াতাড়ি ফিরলেও পরের ব্যাটসম্যানরা ঝড়ো গতিতে রান তুলেছেন। ২৭ বলে ৩ টি করে চার ছক্কায় ৪৮ রান করে ফার্নান্ডো হন সৌম্য সরকারের শিকার।

ইমরুল কায়েসের ৪১ বলে ৬২ রানের ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি আর ১টি ছক্কার মার। মাঝে নাসির হোসেন ৩ বলে মাত্র ৩ রান করে সৌম্যর দ্বিতীয় শিকার হলেও রানের গতি একটুও কমেনি চট্টগ্রামের।

ওয়ালটনের সঙ্গে মারকুটে ব্যাটিংয়ে যোগ দেন নুরুল হাসান সোহানও। ১৫ বলে ২টি করে চার ছক্কায় ২৯ রানে অপরাজিত থাকেন সোহান। ওয়ালটনের ২৭ বলে ৭১ রানের দানবীয় ইনিংসে ছিল ৫টি চার আর ৬টি ছক্কার মার।

কুমিল্লা ওয়ারিয়র্সের পক্ষে বল হাতে সবচেয়ে সফল সৌম্য সরকার। তবে ২ উইকেট নিলেও ৩ ওভারে তিনি খরচ করেছেন ৪৪ রান।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে