দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ তিন বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে নর্দানক্যাপ প্রভিন্সের ফোপাডায় একটি লরি তাদের চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউপি পূর্ব জয়নারায়ণপুর গ্রামের বানাপুকুর পাড়ার সাহাবউদ্দিন ভূঁইয়া বাড়ির কামাল পাশার ছেলে কামরুল হাসান রায়হান (৩০) ও আশরাফুল হাসান রবি (২৭) এবং সোনাগাজী উপজেলার জামশেদুর রহমান (৩৫)।
দুই সহোদরের বড় ভাই আশরাফুল ইসলাম নয়ন এ তথ্য নিশ্চিত করে জানান, ওখানে তারা তিন ভাই মিলে ব্যবসা করতেন। একটি প্রাইভেটকারে বাসায় ফেরার পথে একটি লরি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার দুই ভাইসহ সোনাগাজীর জামশেদুর রহমান নিহত হন।
- আওয়ামী লীগ জনগণের কল্যাণের রাজনীতি করে : প্রধানমন্ত্রী
- ভেজাল ওষুধের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করতে হবে : রাষ্ট্রপতি
এ মর্মান্তিক দুর্ঘটনায় দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মাঝে শোকের ছায়া নেমে এসেছে।