নাগরিকত্ব আইন: দিল্লিতে প্রণব মুখার্জির মেয়ে আটক

আন্তর্জাতিক ডেস্ক

শর্মিষ্ঠা মুখার্জি

ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তাল পুরো দেশ। শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাড়ির নিকটে বিলের প্রতিবাদ চলাকালীন দেশটির সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কন্যা শর্মিষ্ঠা মুখার্জিকে আটক করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শুক্রবার বিলের প্রতিবাদে কংগ্রেসের নেতৃবৃন্দ অমিত শাহর বাড়ির নিকটে বিক্ষোভ কর্মসূচি পালন করছিল। তখন দিল্লি কংগ্রেসের মহিলা শাখার প্রধান শর্মিষ্ঠা মুখার্জিকে আটক করে পুলিশ।

universel cardiac hospital

দেশটির সংবাদ সংস্থা পিটিআইকে শর্মিষ্ঠা মুখার্জি বলেন, দিল্লি মহিলা কংগ্রেসের প্রায় ৫০ জন নারী সদস্যকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।

দিল্লিতে বিতর্কিত বিলের প্রতিবাদে বিক্ষোভ নিয়ন্ত্রণে বড় কোনো সমাবেশ আয়োজনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে হাজার হাজার মানুষ বৃহস্পতিবারের মতো শুক্রবারেও বিক্ষোভ শুরু করে।

নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তাল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় কয়েকশো মানুষকে সাময়িকভাবে আটক করে দিল্লি পুলিশ। আটক রাজনৈতিক নেতাদের মধ্যে ছিলেন ডি রাজা, সীতারাম ইয়েচুরি, নীলোৎপাল বসু, বৃন্দা করাত, অজয় মাকেন, সন্দীপ দীক্ষিত এবং সমাজকর্মী যোগেন্দ্র যাদব ও উমর খালিদসহ অনেকেই।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে