বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে সমগ্র ভারত সোচ্চার। এ নিয়ে তারকারাও মুখ খুলছেন। তবে যেসব তারকারা মুখ খুলেননি তাদের কাপুরুষ আর মেরুদণ্ডহীন বললেন কঙ্গনা রানাওয়াত।
ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে কঙ্গনা রানাওয়াত বলেছেন, বলিউড তারকাদের নিজেদের নিয়ে লজ্জিত হওয়া উচিত। বলিউড কাপুরুষে ভরা। শুধু নিজেদের নিয়েই ভাবে তারা। দিনে বিশবার আয়না দেখাই তাদের কাজ। দেশ নিয়ে ভাবার সময় নেই।
তিনি বলেন, তারকাদের সবকিছুতেই ভয় থাকে। তারা সবচেয়ে ভীতু। তারা কাপুরুষ ও মেরুদণ্ডহীন। তাই তারা অন্যদের নিয়ে খারাপ মন্তব্য করে। নারীদের নিয়েও করে, কারণ তারা কাপুরুষ। তাদেরকে আদর্শ ভাবা বন্ধ করতে হবে।
প্রসঙ্গত, বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে নিপীড়নের মুখে ভারতে পালিয়ে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব নিশ্চিতে সম্প্রতি আইন করেছে ভারত। তবে এই আইন পাস হওয়ার পর অনেকেই মুসলিমবিরোধী আইন হিসেবে এটি দেখছেন।