ভারতের আসামের বহুল আলোচিত জাতীয় নাগরিক নিবন্ধনকে (এনআরসি) বাংলাদেশের জন্য আরেকটি রোহিঙ্গা সংকট হিসেবে দেখছে বিএনপি।
আজ রোববার রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনআরসির বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফখরুল বলেন, বিজেপি সভাপতি ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এনআরসির কারণে বাদপড়া ভারতীয়দের উঁইপোকা আখ্যায়িত করেছেন। তাদের প্রত্যেককে ভারত থেকে বের করে দেয়ার অঙ্গীকারও ব্যক্ত করেছেন তিনি। আসামের গোয়ালপাড়ায় ইতোমধ্যেই ডিটেনশন সেন্টার নির্মাণ করা হয়েছে। সারা ভারতে আরও অনেকগুলো ডিটেনশন সেন্টার নির্মাণ হওয়ার সংবাদও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এই পরিস্থিতিতে আমরা মনে করি বাংলাদেশের জন্য আরেকটি রোহিঙ্গা সংকটের সূত্রপাত হিসেবে আর্বিভূত হয়েছে ভারতের এনআরসি।
- সুন্দরবন বাঁচাতে বর্জ্য দূষণ ঠেকানোর উদ্যোগ নিচ্ছে সরকার
- প্রাথমিকে বহিষ্কৃত শিক্ষার্থীদের পরীক্ষার সময়সূচি প্রকাশ
তিনি বলেন, ‘এমনিতেই ১১ লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থী নিয়ে বাংলাদেশ ভারাক্রান্ত, এ অবস্থায় এনআরসি উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ সরকার যেভাবে নির্বিকার, তা স্পষ্টতই আমাদের জনগণ, সার্বভৌমত্ব ও রাষ্ট্রবিরোধী অবস্থান’।
তিনি এনআরসি ও বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবি জানান।