ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ জিততে ভারতের লক্ষ্য ৩১৬

ক্রীড়া প্রতিবেদক

সিরিজ জিততে ভারতের লক্ষ্য ৩১৬

নভদীপ সাইনি অভিষেক ম্যাচেই বল হাতে পরিণত লড়াই উপহার দিলেও ভারতের সামলে চ্যালেঞ্জিং টার্গেট ঝুলিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ৷ বারাবাটি স্টেডিয়ামে রোববার সিরিজের নির্ণায়ক ম্যাচে টস জিতে ক্যারিবিয়ানদের প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় ভারত৷

শুরুতে চাপে রাখলেও ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের খুব বেশিক্ষণ আটকে রাখতে পারেননি ভারতীয় বোলাররা৷ হেটমায়ার, পুরান, পোলার্ডদের আগ্রাসী ব্যাটিংয়ে ভর করে ক্যারিবিয়ানরা নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৩১৫ রান তুলেছে৷ অর্থাৎ ম্যাচ জিতে সিরিজের দখল নেওয়ার জন্য ভারতের প্রয়োজন ৩১৬ রান৷

universel cardiac hospital

ওপেনিং জুটিতে ঝড়ের গতিতে রান না তুললেও এভিন লুইস ও শাই হোপ ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ভিত গড়ে দিয়ে যান৷ ১৫ ওভারে দলগত ৫৭ রানের মাথায় আউট হন লুইস৷ তিনি ৫০ বলে ২১ রানের সতর্ক ইনিংস খেলে জাদেজার বলে সাইনির হাতে ধরা পড়েন৷ অপর ওপেনার শাই হোপ ৫০ বলে ৪২ রান করে শামির বলে বোল্ড হন৷

৩৩ বলে ৩৭ রান করা হেটমায়ারকে ফিরিয়ে ওয়ান ডে কেরিয়ারের প্রথম উইকেট পকেটে পোরেন অভিষেককারী সাইনি৷ পরের ওভারে বল করতে এসে রোস্টন চেসকে বোল্ড করেন নভদীপই৷ চেস ৮৮ বলে ৩৮ রান করে আউট হন৷

শার্দুল ঠাকুরের বলে জাদেজার হাতে ধরা পড়ার আগে পুরান ৬৪ বলে ৮৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন৷ তিনি ১০টি চার ও ৩টি ছক্কা মারেন৷ পোলার্ড ৩টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৫১ বলে ৭৪ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে অপরাজিত থাকেন৷ হোল্ডার নট-আউট থাকেন ৪ বলে ৭ রান করে৷

সাইনি ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ম্যাচে ৫৮ রানের বিনিময়ে ২টি উইকেট নেন৷ ১টি করে উইকেট পেয়েছেন শামি, শার্দুল ও জাদেজা৷ গত ম্যাচে হ্যাটট্রিক করা কুলদীপ যাদব ১০ ওভারে ৬৭ রান খরচ করেও কোনও উইকেট তুলতে পারেননি৷

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে